বেলচোঁ উচ্চ বিদ্যালয়

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উপকণ্ঠে ডাকাতিয়া নদীর দক্ষিণ প্রান্তে ৬নং, বড়কুল পূর্ব ইউনিয়ন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পশ্চিম পাশে কাজিরখিল গ্রামে বেলচোঁ উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৮ সালে স্থাপিত হয়। স্থানীয় শিক্ষানুরাগী মাওলানা মরহুম শিহাব উদ্দিন. এরহুম আলী আহমদ মিয়া, মরহুম আবুল কাশেম সর্দার, মরহুম দলিলুর রহমান তপাদার, মরহুম সালামত উল্লাহ মাস্টার সহ আরও নাম না জান অনেকের অক্লান্ত প্রচেষ্টায় স্থাপিত হইয়া ০১/০১/১৯৭৫ খ্রিস্টাব্দে জুনিয়র উচ্চ বিদ্যালয় হিসাবে উপ-পরিচালক, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। তাহার স্মারক নং, ৪৭৬৫/০৩ জি, তারিখ ০৯/০৩/১৯৭৬ খ্রিস্টাব্দে স্বীকৃত লাভ করে। পরবর্তী সময়ে মরহুম দেলোয়ার হোসেন পাটওয়ারী, আ. রশিদ বেপারী এবং বর্তমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন পাটওয়ারীর অক্লান্ত প্রচেষ্ঠায় মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ০১/০১/১৯৮৭ খ্রিস্টাব্দে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে স্বীকৃতি লাভ করে। তাহার স্মারক ন. এস.আর /১৮১/চাঁদ/৮৫/২৬৯ তারিখ ২৫/১১/১৯৯৩ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের ঊওওঘ ১০৩৭১৯, শিক্ষা বোর্ড কোড-৭৪৯৭, এম, পি, ও ইনডেক্র নম্বর-০৭০৪০৩১৩০১